News:

উত্তরা আইডিয়াল কলেজ ২০০৬-৭ সেশনে  ঢাকা শিক্ষা বোর্ড থেকে  একাদশ শ্রেণীতে পাঠদানের প্রাথমিক অনুমতি পায়। উক্ত সময়ে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ১ টি কলেজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানাজ ইসলাম  উদ্যোগ গ্রহণ করেন।সেই লক্ষ্যে বিধি বাংলাদেশ সরকারের শিক্ষাবিধি অনুযায়ী  ঢাকা বোর্ডে বিভিন্ন সভার কাগজ সাবমিট করার জন্য এলাকার কিছু পরিচিত লোকজন নিয়ে ১ প্রাথমিক কমিটি গঠন করা  হয়। প্রাথমিক খরচ নির্বাহের জন্য ৫০০ টাকা করে তহবিল সংগ্রহ করা হয়। অতপর বিনা বেতনে শিক্ষকরা কাজে যোগদান করেন। এবং পরবর্তীতে ছাত্র - ছাত্রীদের আয়ে কলেজটি মোটামুটি খরচ নির্বাহ করে সফলতা অর্জন করে।

২ য় নিবার্হী কমিটি অনুমোদন পায় ২০১০ সালে।।উক্ত কমিটির সদস্যরা কলেজের আয়ের উপর  দৃষ্টি দেয় এবং তারা তা ভোগ করার জন্য কমিটির ৪ জন সদস্য মিলে ভুয়া রেজুলেশন করে। নামকাওয়াস্তে ট্রাষ্টি করবে বলে কমিটি করে এবং কলেজের আর্থিক সমস্ত কিছু অন্যায়ভাবে ভোগ করতে থাকে। 

কলেজটির টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠাতা  অধ্যক্ষ নিরলস চেষ্টা করছেন।